ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাষ্ট্রদূত সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
Published : Sunday, 27 June, 2021 at 2:22 PM
রাষ্ট্রদূত সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়চলতি বছরের শেষ নাগাদ রাষ্ট্রদূত সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তুতির অংশ হিসাবে বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রদূতদের সঙ্গে ইতোমধ্যে কয়েক দফা বৈঠকও করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা এনভয় কনফারেন্স করার চিন্তা ভাবনা করছি। বর্তমানে আমি বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করছি এবং আমার ইচ্ছা আছে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে এই অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূতের বৈঠক করার। পরে এনভয় কনফারেন্স করা হবে।’

কবে নাগাদ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ হতে পারে। তবে এটি ভার্চুয়ালি হবে।

উল্লেখ্য, ২০১৭ এর নভেম্বরে প্রথম রাষ্ট্রদূত সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। এরপর সীমিত আকারে ২০১৯ এ লন্ডনে আরেকটি এনভয় সম্মেলন হয় যেখানে ইউরোপের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন।