বিমান চলতে না চলতেই প্রথমে বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করেছিলেন। তাতে বিফল হলেও বিমানের জরুরি দরজা খুলে ফেলেন তিনি। এরপর চলন্ত বিমান থেকে ঝাঁপ দিলেন আমেরিকার এই যাত্রী।
কেন তিনি এমনটা করলেন? তা জানা না গেলেও শুক্রবার ওই ব্যক্তিকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই যাত্রীর চোট লাগলেও তা গুরুতর নয়।
গত শুক্রবার সন্ধ্যা ৭টায় এ ঘটনায় হতবাক লস অ্যাঞ্জেলস বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা জানান, স্কাই ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট-৫৩৬৫ সল্টলেকের উদ্দেশে রওনা হয়েছিল। তবে তার মাঝপথেই এই বিপত্তি ঘটে।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, চলন্ত বিমান থেকে লাফ দেওয়ার পর ওই যাত্রী ইমার্জেন্সি স্লাইড দিয়ে গিয়ে পড়েন টারম্যাকের ওপর। তাই তার দেহে আঁচড় লাগলেও চোট গুরুতর নয়। যদিও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে গোটা কাণ্ডে পুলিশের খাতায় নাম উঠে গেছে ওই যাত্রীর।