দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৬১ জনে। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ১৭০টি নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭.০৫ শতাংশ। তবে একই সময়ে আক্রান্ত ৪৩ জন রোগী সুস্থ হয়েছে। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ১৭৭০ জন।
অপরদিকে, দিনাজপুর সদরে চলমান লকডাউনে গত ২৪ ঘণ্টায় দিনাজপুর সদরে ৭৫ জনের নমুনা পরীক্ষায় ৪০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা শতকরা ৫৩.৩৩ শতাংশ। সদরে একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে হোম আইসোলেশনে ১৬৮৮ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ৬৩ সহ করোনা ইউনিটে ১৪৫ জন ভর্তি রয়েছে। রবিবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রবিবার করোনা আক্রান্ত ৬৩ জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০১০ জন, ৪৩ জনসহ জেলায় এ পর্যন্ত সুস্থ ৬০৭৯ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু ১৬১ জন। বর্তমানে ১৬৮৮ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ১৪৫ জন রয়েছে। বর্তমানে দিনাজপুর জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৭৭০ জন এবং শনাক্তের হার ৩৭.০৫ শতাংশ।