গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। রবিবার (২৭ জুন) এ বিভাগে এক দিনে মারা গেছেন ৩২ জন। এর আগে কেবল শনিবারকে (২৬ জুন) বাদ দিয়ে আগের টানা চার দিনই খুলনা বিভাগে মৃত্যু সংখ্যা বেশি ছিল।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, গত ২৫ জুন খুলনা বিভাগে মারা গেছেন ২৭ জন, ২৪ জুন ২৩ জন, ২৩ জুন ৩৬ জন এবং গত ২২ জুন ২৭ জন মারা যান এ বিভাগে।
তবে এরমধ্যে কেবলমাত্র শনিবার ( ২৬ জুন) একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে, ২০ জন।
রবিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হওয়া পাঁচ হাজার ২৬৮ জনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৪৮ জন। ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ২৭১ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮৯ জন, রাজশাহী বিভাগে ৯৬২ জন, রংপুর বিভাগে ৪৪৭ জন, খুলনা বিভাগে এক হাজার ২০২ জন, বরিশাল বিভাগে ১৫০ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৯৯ জন।