সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাণ্ডারগাঁও ইউনিয়নের উষাইরগাঁওয়ে মেয়ের বাড়ির রান্নাঘরে কালা মিয়া (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি।
কালা মিয়া একই ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কালা মিয়া দীর্ঘদিন যাবত স্ত্রী-সন্তান নিয়ে মেয়ের বাড়িতেই অবস্থান করছিলেন। শনিবার রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের মেয়ে সালমা বেগম জানান, স্বামী মারা গেলে গত তিন বছর ধরে বাবা এখানেই থাকতেন। রোববার ভোরে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বাবার ঝুলন্ত লাশ দেখতে পাই।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর রহস্য জানা যাবে।