ব্রাহ্মণবাড়িয়ার তিন সরকারি কর্মকর্তা ও এক কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়েছে। জেলা পর্যায়ে শুদ্ধাচার চর্চাবিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জন করায় বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তরা হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় সহকারি কাম উচ্চমান সহকারি মো. শাহজাদা খান।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. ফজলু মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মাহমুদ আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ রুহুল আমীন ও সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।