তিতাসে ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী বর্ণাঢ্য র্যালি ও পুরস্কার বিতরণ
Published : Monday, 28 June, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ
কুমিল্লার
তিতাস উপজেলায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী ও বর্ণাঢ্য র?্যালি
অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে রোববার বেলা ১১টায়
উপজেলা পরিষদ মাঠে ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-(হোমনা -তিতাস) আসনের এমপি সেলিমা
আহমাদ মেরী ভিডিও কনফারেন্সে প্রদর্শনী দেখেন এবং সেরা খামারিদের মাঝে
পুরস্কার বিতরণের অনুষ্ঠানের সভাপতি নির্বাহী কর্মকর্তা (ইউএনওকে)সম্মতি
প্রধান করেন। এসময় প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিরা এমপি সেলিমা আহমাদ
মেরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও
ছাগল খামারিদের নিয়ে একটি বর্ণাঢ্য র?্যালি বের হয়। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল মান্নান মিয়া, শিক্ষা কর্মকর্তা
শরিফ রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোসাম্মদ মোমিনুজ জাহান, প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)আহসানুল ইসলাম প্রমুখ।
উপজেলার পাঙ্গাসিয়া
গ্রামের পাঠা পালনকারী (বাক্কিপার) মনোয়ার হোসেন(৩৮), জিয়ারকান্দি গ্রামের
মাকসুদা (৪০) ও কলাকান্দি গ্রামের সিদ্দিকুর রহমান এলাহি সিকদার বলেন,
উপজেলা অফিস থেকে ছাগল রাখার একটি ঘর,খাদ্য, বল ও মগসহ ভিটামিন ঔষধ এবং
পিপিয়ার ভ্যাকসিন পেয়েছি। সবসময় সরকারের কাছ থেকে এমন সহযোগিতা কামনা করেন
তারা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল মান্নান মিয়া বলেন, এবছর ৬জন
খামারিকে ছাগল রাখার ঘর, খাদ্য, বল ও মগসহ ভিটামিন ক্যাপসুল ও পিপিয়ার
ব্যাকসিন চাহিদা অনুযায়ী দিয়েছি। গত বছরও দিয়েছি। আজা যারা প্রদর্শনীতে
অংশগ্রহণ করেছেন এদের মধ্যে বিচারকদের নির্বাচিত দুইজনকে ৩৮ইঞ্চি এলইডি
টিভি পুরস্কৃত করা হয়েছে।