অতি উৎসাহী এক সমর্থকের কারণে ফ্র্যান্সের বিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতায় শনিবার বড় দুর্ঘটনা ঘটে।
টিভিতে চেহারা দেখানোর জন্য প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এক নারী ট্র্যাকের মধ্যে ঢুকে পরেন। তার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান অধিকাংশ সাইকেল আরোহী।
টুর্নামেন্টের দায়িত্বে থাকা কর্মকর্তারা সেই ঘটনার তদন্ত শুরু করেছেন। ওই নারীকে খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ওই নারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার কথাও জানিয়েছেন টুর্নামেন্টের সহকারী ডিরেক্টর। তিনি জানান, বাজে আচরণ করায় আমরা ওই নারীর বিরুদ্ধে মামলা করব। যাতে আর ভবিষ্যতে টুর্নামেন্ট চলা অবস্থায় আর কেউ বাঁধার সৃষ্টি করতে না পারে।
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রতিযোগিতায় সমর্থকদের উপস্থিতিতে আমরা খুবই খুশি। তবে ট্যুর ডে ফ্রান্স সফল হওয়ার জন্য প্রতিযোগীদের সুরক্ষাকেও মথায় রাখতে হবে। শুধুমাত্র একটি ছবি তোলা বা টিভিতে চেহারা দেখার জন্য জীবনের ঝুঁকি নেওয়া সঠিক নয়।
সূত্র: হিন্দুস্থান টাইমস