ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইসমাইল নয়ন
Published : Monday, 28 June, 2021 at 8:46 PM
ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারকুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে।
     থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার সদরের নাইঘর-হরিমঙ্গল সড়কের পাকা রাস্তার উপর অবস্থানকালে দুইজন ব্যক্তিকে আসতে দেখে তাদের সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালিয়ে গেলেও নারী মাদক ব্যবসায়ী উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে মোসাঃ শিল্পী খাতুন (৫০) আটক করে। আটকের পর তার হাতে থাকা একটি প্লাস্টিকের বেগে মোড়ানো ৬ কেজি গাঁজা এবং তার কোমরে মোড়ানো ১৫০ পিছ ইয়াবাসহ তাকে থানায় নিয়ে আসে। থানায় আটককৃত আসামী এবং পলাতককৃত আসামীসহ দুইজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
     থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।