ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফড়িয়াদের কাছ থেকে ধান কেনা হবে না : খাদ্যমন্ত্রী
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের যুগোপযোগী সিদ্ধান্তের ফলে ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন প্রান্তিক কৃষক। এর মধ্যে অনেক ফড়িয়া ধানের মজুত করছে, তাদের কাছ থেকে ধান কেনা হবে না।’
সোমবার (২৮ জুন) খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সফল বাস্তবায়ন দেখতে চাই। এটাকে শুধু চুক্তি মনে করলে হবে না। দেশের সার্বিক উন্নয়নে এপিএ চুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
এ সময় তিনি ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষার্থে খাদ্য কর্মকর্তাদের প্রতি মনিটরিং জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খাতুনের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত দফতর ও সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মো. মুজিবুর রহমান এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার নিজ নিজ দফতর ও সংস্থার পক্ষে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। খাদ্য সচিব চুক্তিতে মন্ত্রণালয়ের পক্ষে স্বাক্ষর করেন।
২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাফল্যের সঙ্গে বাস্তবায়নের জন্য দফতর ও সংস্থার মধ্যে খাদ্য অধিদফতরের মহাপরিচালককে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়।
এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শাহনেওয়াজ তালুকদার এবং অফিস সহায়ক মো. সুমন মিয়ার হাতে ২০২০-২১ অর্থবছর খাদ্য মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী।