চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার।
রোববার (২৭ জুন) বিকেলে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, কালের কণ্ঠ প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার কাগজ বিশেষ প্রতিবেদক রণবীর ঘোষ কিংকর, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. জাকির হোসেন, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলার আলোড়ণ প্রতিনিধি মো. আবদুল বাতেন, দৈনিক আজকালের খবর প্রতিনিধি সাদেক হোসেন, দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, আনন্দ টিভি প্রতিনিধি মো. মিজানুর রহমান, এশিয়ান টিভি প্রতিনিধি মো. আশিকুর রহমান রাসেল প্রমুখ।