এলএসডি-ডিএমটিসহ গ্রেফতার ৪ জন রিমান্ডে
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে নতুন ধরনের ভয়ঙ্কর দুই মাদক এলএসডি ও ডিএমটিসহ গ্রেফতার চার জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সৈয়দ মঈন উদ্দিন আহমেদ ওরফে শাদাব, স্বপ্নীল হোসেন, আব্রাহাম জোনায়েদ তাহের ও সিমিয়ন খন্দকার।
আজ সোমবার (২৮ জুন) ঢাকা মহানগর হাকিম মো. শাহিনুর রহমান শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন এই চার আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদন পরিপ্রেক্ষিতে আদালত আসামি সৈয়দ মঈন উদ্দিন আহমেদ ওরফে শাদাব ও স্বপ্নীল হোসেনের দুই দিন এবং আব্রাহাম জোনায়েদ তাহের ও সিমিয়ন খন্দকারের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডে অভিযান চালিয়ে এলএসডি, ডিএমটিসহ চারজনকে গ্রেফতার করে র?্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪০ ব্লুট এলএসডি, ৬০০ মিলিগ্রাম ডিএমটি, ৬২ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আসামিদের মধ্যে দুজন বিদেশে পড়াশোনা করে এসেছেন। অপর দুজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
র?্যাব সূত্রে জানা যায়, দেশে প্রথমবারের মতো ডিএমটি উদ্ধার হলো। এলএসডির চেয়ে ভয়ঙ্কর এই মাদক। এটা সেবনে হ্যালুসিনেশন হয়। এটি মুখ দিয়ে এলএসডি সেবনের মতো, যা ধোঁয়ার মাধ্যমে শ্বাস নিয়ে বা ইনজেকশনের মাধ্যমে নেয়া যায়। এটি সেবনের পর ৩০ থেকে ৪০ মিনিট গভীর হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশন হওয়ায় দ্রুত সেবনকারীরা কল্পনার জগতে চলে যান। এই মাদক থেকে মারাত্মক দুর্ঘটনা, এমনকি জীবননাশও হতে পারে।