রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- জাকির হোসেন ও নুরুন নাহার ওরফে পাখি। এ সময় তাদের কাছ থেকে ২০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন বলেন, সোমবার সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ি থানার কুতুবখালী একলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা নারায়গঞ্জ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে।