গ্রিসের মানোলাদা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩ শ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের ৩৮টি অস্থায়ী আবাসস্থল (ফারাঙ্গা) পুড়ে গেছে। রবিবার (২৭ জুন) সংগঠিত ওই অগ্নিকাণ্ডে স্থানীয় কৃষি কাজে জড়িত শ্রমিকরা প্রাণে বেঁচে গেলেও আগুনে তাদের টাকা ও পাসপোর্টের মতো জরুরি কাগজপত্রসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। সোমবার (২৮ জুন) বাংলাদেশ দূতাবাসের একটি দল দুর্ঘটনাস্থলে যান।
পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মেদের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের একটি দল সোমবার ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের আবাসস্থল পরিদর্শন করেন।
এসময় প্রবাসী বাংলাদেশিরা বিনা ফিতে পুনরায় পাসর্পোট প্রদানসহ অন্যান্য সকল সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। রাষ্ট্রদূত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের দ্রুত পাসর্পোট পাওয়াসহ আবাসস্থল, খাবার সরবরাহ এবং আইনগত সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
দূতাবাসের আহবানে এথেন্সসহ গ্রিসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসী নেতারা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল।
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকালে রাষ্ট্রদূত আসুদ আহ্মেদ স্থানীয় ভারদা অঞ্চলের মেয়র লেজাস ইয়ানিসের সঙ্গে দুর্ঘটনা ও এর থেকে স্থায়ীভাবে উত্তরণের উপায় নিয়ে বৈঠক করেন। তারা ক্ষতিগ্রস্ত কর্মীসহ স্থানীয় কৃষি সেক্টরে নিয়োজিত কর্মীদের জন্য মানোলাদা ও এর কাছাকাছি গ্রামগুলোতে স্থায়ী আবাসস্থল তৈরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত মেয়রকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দ্রুততম সময়ে নতুন পাসর্পোট পাওয়ার জন্য পুলিশ রিপোর্টসহ অন্যান্য সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।