ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশে ২৪ ঘণ্টায় করোনায় শতাধিক মৃত্যু
Published : Tuesday, 29 June, 2021 at 6:34 PM
দেশে ২৪ ঘণ্টায় করোনায় শতাধিক মৃত্যু  দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে মোট মারা গেলেন ১৪,৩৮৮ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭,৬৬৬ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৪ ৪৩৬ জন হলো।  

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩২ হাজার ৬৫৯ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ (প্রায় ২৪ শতাংশ)।
এর আগে গতকাল সোমবার করোনায় ১০৪ জনের মৃত্যু হয়। করোনার ইতিহাসে সেদিন সর্বোচ্চ ৮,৩৬৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।  

দেশে এ যাবতকালে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল গত ২৭ জুন। ওইদিন ১১৯ জন মারা যান। এ ছাড়া, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। গত ২৫ জুন মারা যান ১০৮ জন। এ ছাড়া ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬, ১৭ ও ২৫ এপ্রিল শতাধিক তথা ১০১ জন করে মারা যান।