ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন
Published : Wednesday, 30 June, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার : কুমিল্লা লালমাই উপজেলায় লকডাউনের দ্বিতীয় দিন চলছে। গতকাল মঙ্গলবার লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ।  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিত দেব এর পক্ষ থেকে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে পুলিশের চেক পোস্ট।
লকডাউনে দিনব্যাপী বাগমারা, ভূশ্চি, হরিশ্চর বাজারে  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি না মানা ও আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে নয় জনকে ৬ হাজার ৬০০ শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বলেন, গত ১৫ দিন ধরে সমগ্র দেশব্যাপী সংক্রমণের হার বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।  সকলকে মাস্ক পরার অনুরোধ করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার কথা বলা হচ্ছে।