মাগুরায় মানিক লাল (৪০) নামের হরিজন সম্প্রদায়ের এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।
বুধবার (৩০ জুন) সকাল ৯টার দিকে মাগুরায় শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মানিক একই এলাকার মৃত বাবু লালের ছেলে। তিনি কামারখালি হাটে কাজের পাশাপাশি গবাদি পশু বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (২৯ জুন) রাতে মানিক লাল তার আট বছরের ছেলে শানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে ভোর ৪টার দিকে শানের ঘুম ভাঙলে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তার চিৎকার শুনে বাড়ির অন্যান্যরা ছুটে এসে মানিকের মরদেহ দেখতে পান।
পরে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, তারেক আল মেহেদিসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় নিহতের বড় ভাই হিরা লাল এ ঘটনায় জড়িতদের আটকের পাশাপাশি উপযুক্ত শাস্তির দাবি করেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।