ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিদ্ধিরগঞ্জে নাসিক কাউন্সিলরের সহযোগী ৫ চাঁদাবাজ গ্রেফতার
Published : Wednesday, 30 June, 2021 at 1:09 PM
সিদ্ধিরগঞ্জে নাসিক কাউন্সিলরের সহযোগী ৫ চাঁদাবাজ গ্রেফতারআদমজী ইপিজেডে চাঁদাবাজি করার সময় পাঁচ চাঁদাবাজকে গ্রেফতার করেছেন র‌্যাব ১১-এর সদস্যরা।

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড সড়কের কদমতলী কাঠেরপুল এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির সহযোগী।

গ্রেফতারকৃতরা হলেন— হৃদয় মিয়া (২৫), মো. বাবুল (৩০), মো. নুর হোসেন (২৩), মো. হাসান (২১) ও মো. রাসেল (৩০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম)।

র‌্যাব জানায়, মতিউর রহমান মতির একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে আদমজী ইপিজেডে যাতায়াতকারী বিভিন্ন পণ্য পরিবহণের কাজে নিয়োজিত গাড়ি আটক করে ব্যবসায়ীদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২০-২৫ জনের একটি চাঁদাবাজচক্র ইপিজেডের গেটের সামনে অবস্থান নিয়ে চাঁদাবাজি করার সময় র‌্যাবের একটি দল তাদের মধ্য থেকে পাঁচজনকে গ্রেফতার করে। তবে এ সময় মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী আক্তার ওরফে পানি আক্তারসহ অন্যরা পালিয়ে যায়।

র‌্যাব আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির লোক।

তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন আদমজী ইপিজেডের রপ্তানিমুখী পণ্য পরিবহণে চাঁদাবাজি করে আসছিল।