ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
সৌরভ মাহমুদ হারুন
Published : Wednesday, 30 June, 2021 at 7:54 PM
বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণকুমিল্লার বুড়িচং উপজেলায় খরিপ-২ এর আওতায় ২০২১-২২ অর্থবছর মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে  উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে  কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর এর সামনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন। 
 শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোসাম্মৎ আফিয়া আক্তার। 
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বানিন রায়। 
আরও উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নীখিল চন্দ্র শীল, উপসহকারী কর্মকর্তা যাথাক্রমে এম আব্দুল জলিল,  এম মিজানুর রহমান ভূইয়া, এম, আলমগীর হোসেন, সুলতানা ইয়াছমিন, বিলকিস আক্তার, এম খকরুল আলম ভূইয়া, ফারুক আহমেদ ভূইয়া, খোরশেদ আলম, ওমর ফারুক, এম ইস্রাফিল আলম, নজরুল ইসলাম, সাহেদ হোসেন, জাকির হোসেন ও তাজুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। 
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।