কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তঃবিভাগে ভর্তি রোগী ৪ জন ও ১ জন ফলোআপ রোগীসহ নতুন করে একদিনে আরও ৭ জন করোনাভাইরাস (কভিড-১৯) এ আক্রান্ত হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩০ জুন বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কভিড-১৯ এর ৮ জনের নমুনা সংগ্রহের পর স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগে ভর্তি রোগীসহ ৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে একজন ফলোআপ রোগী রয়েছে। আক্রান্তরা হলেন, উপজেলা সদরের আরিফুল ইসলাম (২১), অপু (৩১), সাগর (২৩), জুবায়ের (৩৮), উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের রোজিনা (১৬), উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল গ্রামের ইমন (২০), উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের আফিফা (৬০)। আক্রান্তদের কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন জনসচেতনতার প্রতি অধিক গুরুত্বারোপ করে বলেন, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সমাজ-সংসারে আবারও বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে। অবশ্যই মাস্ক পরিধানকে বাধ্যতামূলক করতে হবে। করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি সামাজিক সংগঠন এবং সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। অবশ্যই সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলা এসময় অত্যন্ত জরুরি।