ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুবাই সন্ত্রাসী হামলায় ব্রাহ্মণপাড়ার খলিলের লাশ তার নিজ গ্রাম চান্দলায় দাফন সম্পন্ন
ইসমাইল নয়ন
Published : Wednesday, 30 June, 2021 at 8:42 PM
দুবাই সন্ত্রাসী হামলায় ব্রাহ্মণপাড়ার খলিলের লাশ তার নিজ গ্রাম চান্দলায় দাফন সম্পন্ন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সংযোক্ত আরব আমিরাতের প্রবাসী  জামান উদ্দিন খলিল(৫২) এর লাশ গতকাল ৩০ জুন বুধবার দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে একই দিনে সকালে বিমানে করে  জামান উদ্দিন খলিলের লাশ বাংলাদেশে আনা হয় এবং বাদ আসর উত্তর চান্দলা মাদ্রাসার সামনে জানাজা শেষে দাফন করা হয়। নিহত জামান উদ্দিন খলিল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধুপপুর ইউনিয়নের উত্তর চান্দলা গ্রামের সুবেদার মৃত কফিলউদ্দিনের ছেলে।

নিহতের  ভাই জালাল উদ্দিন জানান জীবিকার প্রয়োজনে ২৪ বছর পূর্বে সংযোক্ত আরব আমিরাতে  (ডুবাই)পাড়ি জমান আমার ভাই জামান উদ্দিন খলিল। গত  ২০১৯ সালে সর্বশেষ তিনি বাড়ি এসেছিলেন। সংযোক্ত আরব আমিরাতের দেইরা শহরে পার্টনারে পারফিউম ব্যবসা ছিল আমার ভাই জামান উদ্দিন খলিলের। ব্যবসায় অন্য পার্টনাররা হল সিলেটের জহির ও মিজান। ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণে গত ২২/০৫/ ২০২১ ইং আনুমানিক রাত ৮ টায় সন্ত্রাসীররা নৃশংস ভাবে পিটিয়ে তাকে আহত করে জামান উদ্দিন খলিলকে।  পরবর্তিতে ২৫/০৫/২০২১ ইং তারিখে স্থানীয় একটি সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  নিহত জামান উদ্দিন খলিল স্ত্রী এবং  ৪ পুত্র সন্তানের জনক। এদিকে নিহতের লাশ দেশে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।