ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান ডিসি এনামুল হক
ইসমাইল নয়ন
Published : Wednesday, 30 June, 2021 at 8:44 PM
বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান ডিসি এনামুল হকময়মনসিংহ বিভাগের জেলা প্রশাসকদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। গত ২৮ জুন স্বীয় কর্মক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়। জানা গেছে, গত ৭ মার্চ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলার শশীদল গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ এনামুল হক ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ লাভ করেন। যোগদানের পর থেকে জেলাবাসীকে সেবা প্রদানের জন্য অসামান্য কর্মদক্ষতা দিয়ে প্রানপন প্রচেষ্টা চালান। সূখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোসাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চায় অনবদ্য ভূমিকা রাখেন। এরই স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সূচকে কাঙ্খিত সাফল্য অর্জন করায় তাকে বিভাগীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়। গত ২৮ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাষের সভাপতিত্বে ডিসি এনামুল হককে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবদুল আলীম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) এস এ এম রফিকুন্নবী। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন। ইতিপূর্বে মোহাম্মদ এনামুল হক জামালপুর জেলার জেলা প্রশাসক হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে সর্বমহলে প্রশংশিত হয়েছিলেন। তার কর্মদক্ষতায় জামালপুর জেলা ই-নথিতে দেশের সেরা জেলা নির্বাচিত হয়। এছাড়াও তিনি জনপ্রশাসনে অনবদ্য ভমিকার স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জনপ্রশাসন পুরস্কার লাভ করেন। তার এই অসামান্য সাফল্যে শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচের বন্ধুরা মোহাম্মদ এনামুল হককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সেইসাথে পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।