ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়া পৌরসভার বাজেট ঘোষণা
Published : Thursday, 1 July, 2021 at 12:00 AM, Update: 01.07.2021 1:36:03 AM
বরুড়া পৌরসভার বাজেট ঘোষণাইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়া পৌর সভার ২০২০/২১ ইং অর্থ বছরের সংশোধিত বাজেটে এবং ২০২১/২২ ইং এর প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন বরুড়া পৌর সভার মেয়র মোঃ বকতার হোসেন।
বুধবার দুপুরে পৌর মিলনায়তনে ৩১ কোটি ৩০ লক্ষ, ৪৬ হাজার ৯২০ টাকা। টাকার নতুন বাজেট ঘোষণা করেন। বাজেট পুর্বক আলোচনায় মেয়র বকতার হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, মো বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন মিহির,সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, সলিল রন্জন বিশ্বাস, মোঃ ইকরামুল হক, ব্যাবসায়ী আবদুল মমিন সওদাগর, আবুল কালাম, পৌর কাউন্সিলর মোঃ আবুল কাশেম, মোঃ শাহানুর হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মিনোয়ারা বেগম, মাহফুজুর রহমান, মিজানুর রহমান, মোঃ জামাল হোসেন, মোঃ বেলাল হোসেন, প্রমুখ।
এ সময় পৌর কাউন্সিলর স্হানীয় সাংবাদিক, ব্যাবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বরুড়া পৌরসভার পঞ্চম পরিষদের প্রথম বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।সংশোধিত বাজেট ছিলো ২০ কোটি ২৭ লক্ষ ৯১ হাজার ৫শত টাকা।
মেয়র বকতার হোসেন বলেন,আশা করি এমপি মহোদয় এর সহোযোগিতা নিয়ে বরুড়া পৌরসভা টিকে প্রথম শ্রেণিতে রুপান্তরিত করে একটি আধুনিক পৌরসভা উপহার দেয়ার চেষ্টা করবো। যতোটুকু সম্ভব কর কমিয়ে দেয়া হবে। জনগণের কাছ অনুরোধ করছি আপনারা শত ভাগ কর আদায় করবেন। আপনাদের সকল প্রস্তাবনা পর্যায় ক্রমে সমাধান করা হবে। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পৌর সচিব মোঃ আমজাদ হোসেন। বিস্তারিত বাজেট পড়ে শুনান মেয়র মোঃ বকতার হোসেনের পক্ষে পৌর হিসাব রক্ষক মোঃ মিজানুর রহমান।