ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আরো ১২৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
Published : Thursday, 1 July, 2021 at 12:00 AM, Update: 01.07.2021 1:16:26 AM
কুমিল্লায় আরো ১২৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২জহির শান্ত: কুমিল্লায় একদিনে আরো ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৭ জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের একজন বাড়ি সিটিকর্পোরেশন এলাকার এবং অপরজন চৌদ্দগ্রাম উপজেলার। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৩০৫জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৭৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লায় করোনা সংক্রমণের ধারাবাহিক ঝুঁকিপূর্ণ উর্দ্ধগতি লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতিদিন কয়েক গুণ করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ছাড়াও শনাক্তও বেড়েছে কয়েকগুণ। জেলায় মৃত্যুর সংখ্যা না বাড়লেও সরকারি করোনা চিকিৎসা কেন্দ্রগুলোতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  
এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সারা দেশে ঘোষিত কঠোর লকডাউন শতভাগ সফল ভাবে বাস্তবায়নে হুঁশিয়ারি দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। এছাড়াও লকডাউন বাস্তবায়নে কুমিল্লায় সেনাবাহিনী ও বিজিবির ১৩টি টিম সার্বক্ষণিক মাঠে থাকবে বলেও জানানো হয়েছে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, লকডাউন চলাকালে অযাচিত কেউ ঘর থেকে বের হলেই আটক ও শাস্তি দিবে মোবাইল কোর্ট। এছাড়া নগরীতে বিজিবির চারটি টহল দল ছাড়াও পুরো জেলায় সেনাবাহিনীর ৯টি টহল দল কাজ করবে। কুমিল্লার ১৭টি উপজেলায় প্রত্যেক নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট ছাড়াও গৌরীপুর, বুড়িচং, বরুড়া ও লাকসামে থাকবে অতিরিক্ত মোবাইল টিম।নগরীরর কান্দিরপাড়, রাজগঞ্জ, টমসনব্রীজ ও আলেখারচরেও দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা।
জেলা প্রশাসক আরো জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে এবার আর কোন ছাড় নয়। সাধারণ মানুষ নিজ থেকে ঘরে না থাকলে প্রশাসন কঠোর হওয়া ছাড়া কোন উপায় নেই।