ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
Published : Thursday, 1 July, 2021 at 1:49 PM
বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যুবগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৪ জন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেছেন ৩৯৯ জন। আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৭৩।

বৃহস্পতিবার (১ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

ব্রিফিংয়ে ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৫২ নমুনার ফলাফলে নতুন করে ১৩৪ জন পজিটিভি হয়েছেন। আক্রান্তের হার ৩৮ দশমিক ০৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদরে ৯৩, শাজাহানপুরে ১০, ধুনটে ছয়, দুপচাঁচিয়ায় পাঁচ, শেরপুরে পাঁচ, শিবগঞ্জে চার, আদমদীঘিতে চার, গাবতলীতে দুই, কাহালুতে দুই এবং সারিয়াকান্দি, সোনাতলা ও নন্দীগ্রামে একজন করে রয়েছেন।