ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুড়িগ্রাম থেকে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার
Published : Thursday, 1 July, 2021 at 1:55 PM
কুড়িগ্রাম থেকে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতারকুড়িগ্রাম পৌর এলাকার সবুজপাড়া ও উলিপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাব। গ্রেফতার দুই জন হলেন মো. আব্দুল কাদের সালমান ও মো. মিনহাজুল ইসলাম। বৃহস্পতিবার (১ জুলাই) র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেনেন্ট মাহমুদ বশির আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাবের একটি দল বুধবার রাতে কুড়িগ্রাম পৌরসভার সবুজপাড়া ও কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার নারকেলবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের মতাদর্শের প্রচার-প্রচারণা চালাচ্ছিলো। এই প্রক্রিয়ায় তারা সংগঠনের জন্য সদস্য সংগ্রহ, চাঁদা উত্তোলন করে আসছিল।  

র‌্যাবের দাবি, তারা উগ্রবাদে উদ্বুদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ সম্পর্কিত বিভিন্ন লেখা প্রচার করতো। গ্রেফতার দুই জনের থেকে উগ্রবাদে উদ্বুদ্ধ হয় এমন বই, জঙ্গিবাদে প্রচারণার কাজে ব্যবহৃত মোবাইলফোন, সিম, মোমেরিকার্ড, বিভিন্ন সামাজিক মাধ্যমে তার পোস্ট করা উগ্রবাদি লিফলেট ও জঙ্গি কার্যক্রমে জড়িত অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেনেন্ট মাহমুদ বশির আহাম্মেদ জানান, গ্রেফতার দুই জনে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।