ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ভারতীয় সেনাবাহিনীর ট্রাক, নিহত ৪ জওয়ান
Published : Thursday, 1 July, 2021 at 2:57 PM
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ভারতীয় সেনাবাহিনীর ট্রাক, নিহত ৪ জওয়াননিয়ন্ত্রণ হারিয়ে ভারতের গ্যাংটকে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে যাওয়ায় দেশটির চার জওয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার এ ঘটনা ঘটে।  খবর জি নিউজের।

খবরে বলা হয়, সেনাবাহিনীর একটি ট্রাকে ছয় জওয়ান গ্যাংটকের দিকে যাচ্ছিলেন।  এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, বিআরও এবং পুলিশের উদ্ধারকারী দল। 

আহতদের উদ্ধার করে শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা পিটিআইকে বলেন, কুমাওন রেজিমেন্টের ছয় জওয়ান গ্যাংটক যাচ্ছিলেন।  পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ মিটার গভীর খাদে পড়ে যায়।  এতে ঘটনাস্থলেই চালক ও দুই জওয়ানের মৃত্যু হয়। অপরজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়।