ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিদেশগামীদের জন্য চলবে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট
Published : Thursday, 1 July, 2021 at 7:00 PM
বিদেশগামীদের জন্য চলবে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটলকডাউনে দেশের অভ্যন্তরে বিমানে চলাচল বন্ধ হলেও বিদেশগামীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৃহস্পতিবার দেশের এয়ারলাইন্সগুলোকে এই অনুমতি দেওয়ার তথ্য জানিয়েছে।

বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিদেশগামী যেসব যাত্রীর আন্তর্জাতিক ফ্লাইটের টিকেট রয়েছে, তাদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাতে পারবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভো এয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইনস।”

এক্ষেত্রে শুধু যাদের আন্তর্জাতিক ফ্লাইটের টিকেট রয়েছে, তাদেরকেই অভ্যন্তরীণ টিকেট দেওয়া যাবে বলে জানিয়েছে বেবিচক। যার অর্থ দেশের মধ্যে কেউ বিমানে টিকেট কেটে চলতে পারবে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতোমধ্যে জানিয়েছে, আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য তারা চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে এবং সেই সব ফ্লাইটে কেবল বিদেশগামীরাই চড়তে পারবেন।

এসময় ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বিমান সংস্থাগুলোকে বলা হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে দেশে এক সপ্তাহ কঠোর লকডাউন জারি করেছে সরকার।

এই বিধি-নিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল বেবিচক।

তবে এই সময়ে ত্রাণ ও চিকিৎসাকাজে ব্যবহৃত ফ্লাইট ও কার্গো ফ্লাইট নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে।

এছাড়া জরুরি প্রয়োজনে প্রশাসনের অনুমতি নিয়ে চার্টার্ড ফ্লাইটও পরিচালনার সুযোগও রাখা হয়েছে।

অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকলেও বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক থাকছে লকডাউনে।