ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রণবীর ঘোষ কিংকর।
Published : Thursday, 1 July, 2021 at 7:21 PM
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চান্দিনা উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার ভূমি রুবাইয়া খানম। 
দেশব্যাপী কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের দায়ে ১৭টি মামলা করা হয়। অভিযানে নগদ ৫হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। এসময় সেনা বাহিনী ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন। 
অপরদিকে এসময় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর নেতৃত্বে সেনা সদস্য, বিজিবি সদস্য ও পুলিশ লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেন এবং হ্যান্ড মাইকিং এর মাধ্যমে সকলকে ঘরে থাকার নির্দেশ দেন।