তানভীর দিপু: লকডাউনের প্রথম দিনে কুমিল্লায় ৭ জনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও ২৭৬টি মামলায় আড়াই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি মাঠে ছিলো সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সদস্যরা। লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ছিলো বন্ধ। রাস্তাঘাটও ছিলো ফাঁকা।
এছাড়াও লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে অভিযান চালানো হয়।
অপরদিকে কুমিল্লা জেলায় করোনা পরিস্থিতির অবনতি নিয়ন্ত্রণে আনতে চলমান লকডাউন বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা আহ্বান করেছেন কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
এছাড়া জেলা করোনা কমিটির উপদেষ্টা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানেই থাকবে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী।