হোয়াটসঅ্যাপে মাঝেমধ্যে আমরা অনেক পরিচিতজনকে এড়িয়ে যেতে চাই। কিন্তু অ্যাপটিতে প্রবেশ করলেই অনলাইন দেখায়। যে কারণে চাইলেও সহজে কাউকে এড়িয়ে যাওয়া যায় না। তাহলে উপায়?
হোয়াটসঅ্যাপে কাউকে এড়িয়ে চলতে হলে আপনাকে কয়েকটি কৌশল জানতে হবে। এই কৌশলগুলো প্রয়োগ করলে নির্দিষ্ট কোনও ব্যবহারকারীকে পাশ কাটিয়ে অন্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারবেন। এতে সংশ্লিষ্ট ওই ব্যক্তি বুঝবেই না আপনি হোয়াটসঅ্যাপে সক্রিয় আছেন।
এসব কৌশল প্রয়োগ করলে আপনাকে অনলাইন দেখাবে না। এমনকি কোনও ব্যবহারকারীর দেওয়া মেসেজ আপনি দেখলেও সেই ব্যবহারকারী বুঝবেন না যে মেসেজটি দেখা হয়েছে। অর্থাৎ, দেখার পরও তার পাঠানো মেসেজে ব্লু-টিক বা নীল টিক চিহ্ন উঠবে না।
অনলাইন থাকলেও আপনাকে অফলাইন দেখাবে যেভাবে
১. হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ মেসেজ দিলে সরাসরি সেটা ওপেন করবেন না। মেসেজের নোটিফিকেশন থেকে রিপ্লাই দেবেন। হোয়াটসঅ্যাপে আসা মেসেজের নোটিফিকেশনে দুটি অপশন থাকে। একটি ‘রিপ্লাই’ এবং অন্যটি ‘মার্ক এজ রিড’।
আপনি রিপ্লাই অপশনে গিয়ে মেসেজের প্রয়োজনীয় উত্তর দিয়ে দেবেন। এতে সংশ্লিষ্ট ব্যবহারকারী বুঝবেই না আপনি অনলাইনে আছেন কিনা। হোয়াটসঅ্যাপে এই সুবিধা পেতে হলে অ্যান্ড্রয়েড নুগাট এবং আইওএস ৯ বা তার ওপরের যেকোনও অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহার করতে হবে।
২. কোনও বিরক্তিকর ব্যক্তির মেসেজ আসার পর পরই আপনার স্মার্টফোনে ‘এয়ারপ্লেন মোড’ চালু করুন। এতে মোবাইল নেটওয়ার্ক, ওয়াই-ফাইসহ সব কানেকশন বন্ধ হয়ে যাবে। এবার সেই মেসেজে প্রবেশ করুন। প্রয়োজনীয় উত্তর পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিন। এ পর্যায়ে এয়ারপ্লেন মোড ডিজেবল করলে আপনার দেওয়া উত্তর পৌঁছে যাবে কিন্তু আপনাকে অনলাইন দেখাবে না।
৩. ওপরের দুটি পদ্ধতি একটু জটিল। এমনকি শতভাগ কার্যকর নাও হতে পারে। তবে এই পদ্ধতি আপনার জন্য খুবই কার্যকরী হবে। প্রথমেই হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে যান। সেখানে ‘অ্যাকাউন্ট’ থেকে ‘প্রাইভেসি’ অপশনে প্রবেশ করুন।
প্রাইভেসি অপশনের শুরুতেই ‘লাস্ট সিন’ নামের একটি অপশন পাবেন। এখানে ‘নোবডি’ সিলেক্ট করুন। এরপর একটু নিচের দিকে ‘রিড রিসিপটস’ নামের আরেকটি অপশন পাবেন। এটি ডিজেবল করে দিন।
এবার অন্যের পাঠানো মেসেজ আপনি বার বার দেখলেও সংশ্লিষ্ট ব্যবহারকারী বুঝবেই না যে আপনি তার মেসেজ দেখেছেন। তার অংশে কখনও ব্লু-টিক ভাসবে না। ফলে আপনি সহজে তাকে এড়িয়ে যেতে পারবেন। আবার প্রয়োজন হলে তার মেসেজের উত্তর দিতে পারবেন। এ সময়ও আপনাকে অনলাইন দেখাবে না।
সব মিলিয়ে আপনি মেসেজে দেখেছেন কিনা, কখন অনলাইনে ছিলেন, কখন উত্তর দিয়েছেন এসব জানতে পারবে না কেউ। এই পদ্ধতির অসুবিধা হলো- আপনার পাঠানো মেসেজ অন্যরা দেখেছে কিনা সেটিও আপনি নিজে বুঝতে পারবেন না। অর্থাৎ, অন্যরাও আপনার কাছে অফলাইন হয়ে থাকবে।
সূত্র: ইন্ডিয়া টুডে, গেজেটস-টু-ইউজ