ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জিম্বাবুয়ে থেকে শূন্য হাতে ফিরতে চান না রুবেল
Published : Monday, 5 July, 2021 at 8:29 PM
জিম্বাবুয়ে থেকে শূন্য হাতে ফিরতে চান না রুবেলএকমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশের টেস্ট দল এখন জিম্বাবুয়েতে। আগামী বুধবার সীমিত ওভারের দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বেন। এর আগে মিরপুরে দুই দিন অনুশীলন করবেন তারা। অনুশীলনের প্রথম দিন পেসার রুবেল হোসেন জানালেন, জিম্বাবুয়ে থেকে শূন্য হাতে ফিরতে চান না তিনি!

এমনটা বলার কারণ বাংলাদেশের অতীত পরিসংখ্যান। ৮ বছর আগে ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ ড্রয়ের আগে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল। ড্র হয়েছিল টেস্ট সিরিজও (১-১)। সেবার সীমিত ওভারের দলে না থাকলেও টেস্ট দলে ছিলেন এই পেসার। ফলে খুব কাছ থেকে দলের ব্যর্থতা দেখেছেন। আফ্রিকার দক্ষিণের দেশটি থেকে কোন ট্রফি না পাওয়ার আক্ষেপ তাই রুবেলের। এবার অবশ্য সেই আক্ষেপ দূর করতে চান তিনি। সোমবার অনুশীলন শেষে বলেছেন, ‘শেষবার আমরা যখন জিম্বাবুয়ে গিয়েছি, ট্রফিটা আনতে পারিনি। এবার আমাদের দলটা ভালো, ভারসাম্যপূর্ণ। ভালো ভালো ক্রিকেটার আছে। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ট্রফিটা এবার বাংলাদেশে নিয়ে আসতে পারবো।’

সীমিত ওভারের ক্রিকেট বাংলাদেশের জন্য সহজ হলেও টেস্টে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এমন আভাস দিয়ে রাখলেন রুবেল, ‘বিগত কয়েক বছরে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছি। তাই আমার মনে হয়, ওয়ানডেতে আমাদের খুবই ভালো সম্ভাবনা আছে। টি–টোয়েন্টিতেও আমাদের যে দল... তাতে মনে হয় ওয়ানডে ও টি–টোয়েন্টিতে সিরিজ জেতার যথেষ্ট সম্ভাবনা আছে। টেস্টের কথা যদি বলেন, তাদের হোম কন্ডিশনে খেলা, আমরা যদি আমাদের দায়িত্ব অনুযায়ী ভালো খেলতে পারি, তাহলে টেস্টেও ইতিবাচক কিছু আশা করতে পারি।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা সোমবার মাঠে ফিরেছেন। সকালে মিরপুরের একাডেমি মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছেন রুবেল, সৌম্য ও মোস্তাফিজ।