ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিমুলিয়া ঘাটে গাড়ির অপেক্ষায় ফেরি!
Published : Tuesday, 6 July, 2021 at 12:00 AM
কঠোর লকডাউনের ৫ম দিনে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ছিল একেবারে ফাঁকা। গাড়ির জন্য প্রতিটি ফেরিকে ১ থেকে ২ ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশপথ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সেনাবাহিনী, বিজিবি, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্রাফিক পুলিশের কঠোর তৎপরতাও দেখা গেছে।
প্রতিটি মোড়ে পুলিশের চেকপোস্টের মাধ্যমে সবসময় নজরদারি চালানো হচ্ছে। ফলে ঘাটে অ্যাম্বুলেন্স, জরুরী পণ্যবাহী ও পরিষেবার যানবাহন ছাড়া কোনো ব্যক্তিগত গাড়ি প্রবেশ করতে পারেনি। সোমবার সকাল সাড়ে ১১টায় শিমুলিয়া ঘাটে সরেজমিনে দেখা যায়, ঘাটের ২ ও ৩ নম্বর পার্কিং ইয়ার্ড ফাঁকা পড়ে আছে।
কঠোর লকডাউনের আগে শিমুলিয়া ঘাটের চিত্র ছিল ভিন্ন। কয়েকশ’ পণ্যবাহী যানকে ফেরি পারাপারের জন্য অপেক্ষা করতে দেখা যেতো। যানবাহনের চাপে ফেরিগুলো যেখানে দিন-রাত ব্যস্ত ছিল, সেখানে এখন ফেরিগুলোই গাড়ির জন্য অপেক্ষা করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন(বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহমেদ জানান, ‘যানবাহনের চাপ না থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সচল থাকা ১৪টির মধ্যে ৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি ৬টি ফেরি অলস সময় কাটাচ্ছে।’