ব্রাহ্মণপাড়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড
Published : Tuesday, 6 July, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
গতকাল ব্রাহ্মণপাড়ায় গাজাঁ সেবনের দ্বায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদকাসক্ত ব্যক্তিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা।
থানা সূত্রে জানা যায় গত ৪ জুলাই গোপন সংবাদের মাধ্যমে এস আই জীবন কৃষ্ণ মজুমদার ও এ এস আই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ রামনগর বাজারস্থ সরকারী প্রাইমারি স্কুলের বারান্দায় ১২ পুড়িয়া গাঁজাসহ তিন মাদকাসক্ত ব্যক্তি কে গাজাঁ সেবন অবস্তায় আটক করে ব্রাহ্মণপাড়া থানায় নিয়ে আসে।গতকাল ৫ জুলাই ব্রাহ্মণপাড়া থানাপুলিশ তাদেরকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক আইনে প্রতি জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা প্রাপ্ত আসামীরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার রানগর( হিন্দু পাড়া) মৃত রুনজিৎ দাশের ছেলে বিজয় চন্দ্র দাশ(৫০), একই উপজেলার রামনগর গ্রামের মৃত রায় চান চন্দ্র দাশের ছেলে বিমল চন্দ্র দাশ (৩৫) একই উপজেলার অলুয়া ( দক্ষিণ পাড়া) গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে মোঃ জয়নাল আবেদীন। পরে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ আসামীদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।