Published : Tuesday, 6 July, 2021 at 12:00 AM, Update: 06.07.2021 1:11:10 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ব্রাদার্স এগ্রোতে রয়েছে প্রায় ২০ মণ ওজনের একটি গরু। খামার মালিক মাস্টার এরশাদ হোসেন আদর করে গরুটির নাম দিয়েছেন ’চৌদ্দগ্রাম স¤্রাট’। পৌর এলাকার নবগ্রাম পশ্চিম পাড়ায় অবস্থিত ব্রাদার্স এগ্রোতে ওই গরুটি দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভীড় জমায়। কোরবানীর জন্য গরুটি শিল্পপতি ও ব্যবসায়ীদের নজর কাড়বে বলে গরু ব্যবসায়ীদেও ধারণা।
সোমবার সরেজমিন পরিদর্শনকালে এরশাদ হোসেন জানান, প্রাকৃতিক উপায়ে গত ৩ বছর যাবৎ ব্রাহমা জাতের ‘চৌদ্দগ্রাম স¤্রাট’ গরুটি লালন-পালন করছি। বর্তমানে গরুটির ওজন প্রায় ৮ মণ। কোরবানীর ঈদকে সামনে রেখে গরুটির যত্ম আরও বাড়িয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে উপজেলা প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তারা সহযোগিতা করেছেন। গরুটি ৮ লাখ টাকা বিক্রি করলে খরচ পুষিয়ে আসবে। ভালো দামে বিক্রি করতে পারলে খামারটি আরও সম্প্রাসরণ করা হবে। গরুটি কিনতে ০১৮৪৯২৩৭৩৭৩ নাম্বারে যোগাযোগ করার জন্য প্রকৃত ক্রেতাদের প্রতি অনুরোধ করেছেন তিনি। এছাড়া খামারে আরও ৯টি গরু রয়েছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবীদ মুজিবুর রহমান বলেন, আমাদের সার্বিক তত্ত্বাবধানে ব্রাহমা জাতের ‘চৌদ্দগ্রাম স¤্রাট’ নাম দেওয়া গরুটি পালন করেছেন এরশাদ হোসেন। সমাজের বিত্তবানরা এগিয়ে এসে গরুটি ক্রয় করলে এরশাদ হোসেন গরু পালনে আরও আগ্রহী হয়ে উঠবেন।