ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খুলনার তিন হাসপাতালে ১৭ মৃত্যু
Published : Tuesday, 6 July, 2021 at 11:46 AM
খুলনার তিন হাসপাতালে ১৭ মৃত্যুখুলনার সরকারি-বেসরকারি তিন হাসপাতালে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে ১৩ জন করোনা পজিটিভ ও চার জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এরা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। ছাড়পত্র নিয়েছেন ৪০ জন। মারা গেছেন আট জন। এর মধ্যে চার জন করোনা পজিটিভ ও চার জন করোনা উপসর্গের রোগী ছিলেন। বর্তমানে এখানে ২০০ বেডে চিকিৎসা নিচ্ছেন ১৮০ জন। এর মধ্যে রেড জোনে করোনা পজিটিভ ১০৯ জন, ইয়োলো জোনে করোনা উপসর্গের ৫১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২০ রয়েছেন।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালের করোনা ইউনিট ১২০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন। ছাড়পত্র নিয়েছেন ১৭ জন। মারা গেছেন চার জন। এ সময়ে ৬২ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩৪ জন। আইসিইউতে ৯ জন ও এইচডিইউতে ১১ জন। 

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। ছাড়পত্র নিয়েছেন ১৩ জন। মারা গেছেন পাঁচ জন। বর্তমানে ৮০টি বেডের এ ইউনিটে চিকিৎসাধীন আছেন ৭০ জন। এরমধ্যে পুরুষ ৩৬ ও মহিলা ৩৪ জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হয়েছেন সাত জন। ছাড়পত্র নিয়েছেন দুই জন। এ হাসপাতালে ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। বর্তমানে এখানের ৪৫ বেডে চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন।