ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে?
Published : Tuesday, 6 July, 2021 at 12:39 PM
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে?কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কলম্বিয়া। এস্তাদিও ন্যাসিওনাল দ্যো ব্রাসিলিয়ায় ম্যাচ শুরু হবে বুধবার ভোর সাতটায়। 

নামে, ভারে, পরিসংখ্যানে কলম্বিয়ার চেয়ে ঢের এগিয়ে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় আর্জেন্টাইনদের রাজত্ব কেবল উরুগুয়ের পেছনে। ১৪ বারের চ্যাম্পিয়ন দলটা। এবারের আসরে গ্রুপ পর্বে সাত গোলের বিপরীতে মাত্র দুই গোল হজম করেছে আর্জেন্টাইনরা।

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে সেমিফাইনালে নাম লেখায় আর্জেন্টিনা। লিওনেল মেসি, রদ্রিগো, লাউতারো মার্টিনেজ, ডি মারিয়ারা রয়েছেন দুর্দান্ত ফর্মে। লিওনেল স্কালোনির ছেলেদের চোখ শিরোপায়, তাই দূরত্ব কেবল দুই ম্যাচ জয়ের।
দু'দলের চল্লিশবারের দেখায়ও স্পষ্ট এগিয়ে থাকা আর্জেন্টিনা জিতেছে ২৩ বার। বিপরীতে ৯ জয় কলম্বিয়ার। বাকি আট ম্যাচ শেষ হয়েছে ড্র’তে।