ভারতে করোনার দৈনিক সংক্রমণ ৩৫ হাজারের নিচে নেমেছে। গত ১১১ দিনে এই প্রথম সংক্রমণের দৈনিক সংখ্যা এতটা কমল। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যাও কমেছে। সোমবার দেশটিতে করোনায় মারা গেছে ৫৫৩ জন। এছাড়া, সংক্রমণের দৈনিক হারও নিম্নমুখী।
মঙ্গলবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৪ হাজার ৭০৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন।
তবে ওই সময়ের মধ্যে কেরালায় নতুন আক্রান্তের সংখ্যা ফের উদ্বেগ বাড়াচ্ছে। ২৪ ঘণ্টায় কেরালায় ৮ হাজার ৩৭ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এই সময়ে আক্রান্তের মধ্যে কেরালার পরই রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪০ জন।
এছাড়া, তামিলনাড়ু (৩,৭১৫), কর্নাটক (২,৮৪৮), উড়িষ্যা (২,৮০৩), অন্ধ্রপ্রদেশ (২,১০০) এবং আসাম (২,৬৪০)-এ দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার বা তার বেশি হয়েছে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৩৫৭।
নতুন সংক্রমণের মতো দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে অনেকটাই।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৭৩ জনের কোভিডে মৃত্যু হয়েছিল। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, অন্যান্য রাজ্যের মধ্যে কেরালায় ১০২, কর্নাটক (৬৭) এবং তামিলনাড়ুতে (৫৪) দৈনিক মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশটিতে ৪ লাখ ৩ হাজার ২৮১ জনের কোভিডে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমে হয়েছে ২.১১ শতাংশ।
প্রসঙ্গত, এ নিয়ে টানা ১৫ দিন ধরে তা ৩ শতাংশের নিচেই থাকল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে টিকাকরণের সংখ্যা বেড়েছে। ওই সময়ের মধ্যে ৪৫ লাখ ৮২ হাজার ২৪৬ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।