ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১, আহত ৩
Published : Tuesday, 6 July, 2021 at 2:20 PM
যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১, আহত ৩যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সানতা রোজা এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গোলাগুলির ঘটনায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানানো হয়নি। গোলাগুলির পর পরই পুলিশের কাছে ফোনকল আসে এবং তারা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন।

ওই ঘটনায় ২৯ বছর বয়সী এক নারী এবং ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর। ওই ঘটনায় ১৬ বছর বয়সী আরও এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ডজনখানেক মানুষ আতশবাজি নিয়ে আনন্দ করছিল। তারপর সেখান থেকেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় এবং তা গোলাগুলিতে পরিণত হয়।

শিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, একটি গাড়ি এসে ঘটনাস্থলে থামে এবং এক বা একাধিক মানুষ গাড়ি থেকে গুলি চালানো শুরু করে। ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজনের মধ্যে এক ব্যক্তি গাড়ি লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

পার্কিংয়ে থাকা একটি গাড়ির সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ বাধায় সন্দেহভাজন হামলাকারীরা ঘটনাস্থলে পায়ে হেঁটেই পালিয়ে যায়। তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়েও অপরাধীদের ধরতে সক্ষম হননি।

এদিকে সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৪ জুলাই (রোববার) সাপ্তাহিক ছুটির দিনে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের সংগ্রহ করা তথ্য জানিয়ে সিএনএন’র খবরে বলা হয়, শুক্রবার থেকে শুরু হওয়া এসব ঘটনা এখনও চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে।

শুধুমাত্র নিউইয়র্কেই ওই সময়ে ২১টি ঘটনায় ২৬ জন গুলিবিদ্ধ হয়েছে। গত বছর একই সময়ে সেখানে ২৫টি গোলাগুলির ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিল।