ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবার জেগে উঠলো কান
Published : Tuesday, 6 July, 2021 at 2:24 PM
আবার জেগে উঠেছে কান। ভূমধ্যসাগরের তীরে এখন নবজাগরণ। কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে ফরাসি উপকূলবর্তী শহরটিতে আসতে শুরু করেছেন পৃথিবী গ্রহের হেভিওয়েট তারকারা। তাদের সুবাদে ফের ছড়াবে লালগালিচার জৌলুস। আজ বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে এই মহাযজ্ঞের পর্দা উঠবে।

কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভাল ভবনে এখন শোভা পাচ্ছে এই আয়োজনের ৭৪তম আসরের সুবিশাল অফিসিয়াল পোস্টার। এতে আমেরিকার কৃষ্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক স্পাইক লি’কে সম্মান জানানো হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে, তার চশমা পরা কৌতূহলী চোখ। মাথায় রাখা টুপিতে কান উৎসবের সম্মানজনক লোগো। ৬৪ বছর বয়সী এই পরিচালকের আধো মুখখানার দুই দিকে কয়েকটি পাম গাছ। শূন্যে উড়ছে তিনটি গাঙচিল।

সাগরপাড়ের শহর কান মানেই পাম গাছ ও গাঙচিল এবং রুপালি পর্দার সম্মিলন। অফিসিয়াল পোস্টারের স্থিরচিত্র নির্বাচনের কারণ এটাই। গতকাল অনেকে ভবনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন দিনভর। কানের বিভিন্ন সড়কে, বাড়ির দেয়াল, পোশাক ও জুতার দোকান, হোটেলের লবি, সড়ক বিভাজকের গাছে চোখে পড়ছে অফিসিয়াল পোস্টার।

পালে দে ফেস্টিভাল ভবনের তিনটি অংশের বহির্ভাগে নজর কাড়ছে সুবিশাল তিনটি অফিসিয়াল পোস্টার। ভবনের একপাশে গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের। মূল প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্রগুলোর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই প্রেক্ষাগৃহে। এবারের আসরে স্বর্ণ পামের জন্য লড়বে ২৪টি ছবি। বিজয়ী তালিকা নির্বাচনে বিচারকদের প্রধান থাকছে স্পাইক লি। কানে জুরি প্রেসিডেন্ট হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ তিনিই।

লুমিয়ের থিয়েটারের পর রয়েছে মূল ফটক। এখানে আয়োজকদের কর্মীরা করোনা নেগেটিভ সনদ বারকোড স্ক্যানার দিয়ে পরখ করে দেখছেন। পালে দে ফেস্টিভাল ভবনের ভেতরে সব পরিপাটী করে সাজানো। আজ থেকে সংবাদকর্মীদের জন্য বরাদ্দ করা প্রেস রুম এবং ছাদবারান্দা খুলে যাবে। ফ্রি ওয়াইফাই জোনও থাকছে। কিন্তু অন্যান্য বছরের মতো প্রেস বক্স নেই।

পালে দে ফেস্টিভাল ভবনের মূল ফটকের পাশেই সাল দুবুসি থিয়েটার। অফিসিয়াল সিলেকশনের আরেক বিভাগ আঁ সার্তে রিগার ছবিগুলোর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এই প্রেক্ষাগৃহে। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ আগামীকাল সাল দুবুসিতেই দেখানো হবে। কানের অফিসিয়াল সিলেকশনে এটাই বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

আবার জেগে উঠলো কানপ্রতি বছর সাধারণত মে মাসে কান উৎসব হয়ে থাকে। কিন্তু করোনা পরিস্থিতি কারণে ১৪ মাস পর ফের বসতে যাচ্ছে ‘সিনেমার অলিম্পিক’। মহামারির সময়ে এটাই পরিপূর্ণ চলচ্চিত্র উৎসব। আয়োজকরা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে বেশ সতর্ক। উৎসবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। ইউরোপের বাইরে থাকা আসা অংশগ্রহণকারীদের ৪৮ ঘণ্টা পরপর নমুনা পরীক্ষা করাতে হবে। তাই কোভিড সেন্টারে সারাদিনই সারি বেঁধে নমুনা দিয়েছেন অসংখ্য মানুষ।

তবে পালে দে ফেস্টিভাল ভবনের ভেতরের প্রেক্ষাগৃহগুলোতে পাশাপাশি আসনে বসতে পারবেন দর্শকরা। কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো গতকাল সন্ধ্যায় সুরক্ষা প্রোটোকল নিয়ে সংবাদকর্মীদের বিস্তারিত জানিয়েছেন। মহামারির প্রেক্ষাপটে পরিবেশ বিষয়ক বেশ কয়েকটি নতুন চলচ্চিত্র দেখাবে এবারের কান।

উৎসবে বিভিন্ন দেশের সংবাদকর্মীরা আসছেন। ব্যাজ সংগ্রহ করছেন। কানের ছবিবাজার মার্শে দ্যু ফিল্মে বিপণনের সম্ভাবনা তৈরি করতে আসছেন পেশাদার চলচ্চিত্রকর্মীরা। এছাড়া সাগরপাড়ে এখন পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। কারণ গত ৩ জুলাই থেকে ফ্রান্সে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। কানসৈকতে পরিবার নিয়ে ঘুরছেন অনেকে।

সব মিলিয়ে আশায় বুক বেঁধেছেন স্থানীয় হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। কান উৎসবের সুবাদে হাসি ফিরেছে তাদের মুখে। গত বছর কান উৎসব না হওয়ায় কোটি কোটি ইউরো লোকসানের মুখে পড়েন তারা। শহরের ক্যাফে মালিকদের সঙ্গে কথা বলে বোঝা গেলো, তারা সরকারি প্রণোদনা চান না। তারা শুধু দোকান খোলা রাখতে পারলেই খুশি। সম্ভব হলে মাস্ক ছাড়া চলার সুযোগ পেলে আরও স্বস্তি মিলবে তাদের।

বিশ্ব চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ কান উৎসবের মাধ্যমে আন্তর্জাতিক আয়োজন ফিরছে সাগরপাড়ে। আজ থেকে ১২ দিনের জন্য আনন্দের ঢেউ উঠবে সাগরপাড়ে! ফরাসি পরিচালক লিও ক্যারাক্সের ‘অ্যানেট’ ছবির মাধ্যমে এবারের আয়োজনের পর্দা উঠবে। তবে আজ সকাল থেকেই শুরু হয়ে যাবে উৎসব। বিশ্ব চলচ্চিত্রের পুনর্মিলন দেখার