ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শান্তি পরিকল্পনার রূপরেখা তুলে ধরবে তালেবান
Published : Tuesday, 6 July, 2021 at 7:03 PM
শান্তি পরিকল্পনার রূপরেখা তুলে ধরবে তালেবানআগামী মাসেই আফগান সরকারের কাছে দেশটির শান্তি পরিকল্পনার রূপরেখা তুলে ধরার পরিকল্পনা করছে তালেবান। সোমবার দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তালেবানের ভয়ে এরইমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে সহস্রাধিক আফগান সেনা। শুধু সোমবার একদিনেই আফগান বাহিনীর এক হাজার ৩৭ জনের পালিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার কথা জানিয়েছে প্রতিবেশী তাজিকিস্তান। তবে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর তালেবান দেশের অধিকাংশ এলাকার দখল নিলেও এই রূপরেখা তুলে ধরা হবে বলে জানিয়েছেন জাবিউল্লাহ মুজাহিদ।

প্রথম থেকে আফগান সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল হিসেবে আখ্যায়িত করে তাদের সঙ্গে কোনও বৈঠকে অস্বীকৃতি জানায় তালেবান। তবে দীর্ঘ অচলাবস্থার পর গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠকে মিলিত হন তালেবান নেতারা।

সোমবার রয়টার্সের সঙ্গে আলাপকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আসন্ন দিনগুলোতে শান্তি আলোচনা ত্বরান্বিত হবে। এটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত ধাপে পৌঁছাতে মাসখানেকের মতো সময় লাগতে পারে।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, লড়াইয়ের মাঠে এগিয়ে থাকলেও তার দল সংলাপের ব্যাপারে আন্তরিক। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তে শুরু করায় দেশটিতে আরও শক্তিশালী হয়ে উঠছে তালেবান। ইতোমধ্যেই দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহারের দখল নিয়েছে দলটি। ৪২১টি জেলার প্রায় এক তৃতীয়াংশই এখন তাদের নিয়ন্ত্রণে। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে দলটি। তালেবানের ভয়ে অনেক জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে সেনাসদস্যরা। শুধু তাই নয় অনেকে আবার এলাকা, এমনকি দেশ ছেড়েও পালিয়ে যাচ্ছে।

বিপুল সংখ্যক সেনাসদস্যের এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা আফগান বাহিনীর দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। এই সেনারা মূলত দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় দায়িত্বরত ছিল। সম্প্রতি ওই এলাকার বিভিন্ন জেলার নিয়ন্ত্রণ নিয়ে অঞ্চলটিতে নিজেদের প্রভাব বাড়িয়েছে তালেবান। ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, অনেক জায়গায় একটি গুলিও খরচ না করে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে বিভিন্ন ঘাঁটি ও আউটপোস্টে মোতায়েন সরকারি বাহিনীর সদস্যর। এমন পরিস্থিতিতে তালেবানের পক্ষ থেকে আফগান শান্তি পরিকল্পনার রূপরেখা তুলে ধরার ঘোষণা এলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের ৪২১টি জেলার প্রায় এক তৃতীয়াংশই এখন তালেবানের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের সময়সীমা ঘোষণার পরই দেশজুড়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সমর্থ হয় তালেবান। সূত্র: রয়টার্স, আল জাজিরা।