ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুটি সিনেমা হল কিনলেন অস্কারজয়ী নির্মাতা কোয়ান্টিন তারান্টিনো
Published : Tuesday, 6 July, 2021 at 7:05 PM
দুটি সিনেমা হল কিনলেন অস্কারজয়ী নির্মাতা কোয়ান্টিন তারান্টিনোমার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দুটি প্রেক্ষাগৃহ কিনে নিয়েছেন অস্কার বিজয়ী লেখক-পরিচালক কোয়ান্টিন তারান্টিনো। সোমবার (৫ জুলাই) সোমবার ড্যাক্স শেপার্ড এবং মনিকা প্যাডম্যান আয়োজিত পডকাস্টে তিনি এ কথা স্বীকার করেন।

বর্তমানে করোনার কারণে তার দুটি প্রেক্ষাগৃহই আপাতত বন্ধ রয়েছে। তবে বছরের শেষ দিকে পুরোদমে সিনেমা হল দুটি চালু করার কথা জানিয়েছেন তিনি।

তারাান্টিনো আরও জানান, 'আমি সর্বশেষ ভিস্তা প্রেক্ষাগৃহটি কিনেছি। চলতি বছরের বড়দিনের আশেপাশের কোনো এক সময়ে হলটি চালু করব বলে আশাবাদ পোষণ করছি। আমার আরও একটি প্রেক্ষাগৃহ দ্য নিউ বেভারির নিজস্ব স্বকীয়তা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে।

তবে ভিস্তা একটি মুকুটে রত্নের মত। আমরা এখানে পুরানো ছায়াছবিগুলি প্রদর্শন করব। আশা করছি এটি এমন কিছু হবে যা দর্শকেদের রাতের পর রাত এখানে আবদ্ধ করে রাখবে।'

প্রসঙ্গত, ১৯৯১ সালের জানুয়ারিতে 'রিজারভয়ার ডগস' নামক চলচ্চিত্রের মাধ্যমে তারাান্টিনোর ব্যাপক পরিচিতি সৃষ্টি হলেও, আসলে তার পরিচালনা এবং অভিনয় জীবনের শুরু ১৯৮৭ সালে 'মাই বেস্ট ফ্রেন্ডস বার্থডে' ছবির মাধ্যমে।

সম্প্রতি তিনি তার নিজের লেখা বই ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর প্রচারে নেমে নিজের অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।