ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতার উদ্যোগে ২শত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
রণবীর ঘোষ কিংকর
Published : Tuesday, 6 July, 2021 at 7:34 PM
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতার উদ্যোগে ২শত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণকরোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার ঘোষিত চলমান ‘কঠোর লকডাউন’-এ কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে দাঁড়িয়েছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ ও করোনায় আক্রান্ত ও নিহতদের সেচ্ছাসেবী সংগঠন ১০১টিম।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে জেলার দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামে ২ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ১০১ টিমের প্রধান সমন্বয়ক ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার। 
টিমের সদস্যদের নিয়ে দুস্থদের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তারা। 
এসময় অন্যদের উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো. মামুনুর রশিদ সরকার, টিম ১০১ এর সদস্য- যাদব রায়, জেমস, শামিম, মহিবুল হাসান মাহফুজ, খলিলুর রহমান, ইমতিয়াজ জাকির, রবিউল, মফিজুল ইসলাম মেম্বার, শহিদুল্লাহ মেম্বার প্রমুখ।
উল্লেখ্য করোনাকালে টিম ১০১ করোনায় মৃত লাশ দাফন, সৎকার, মাস্ক বিতরণ, নগদ অর্থ সহায়তাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের সেবা দিয়ে এসেছেন। তাদের ওই কর্মসূচী আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান টিম ১০১ এর প্রধান সমন্বয়ক মো. লিটন সরকার।