ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ১০৯ মামলায় ২ লক্ষ ৩৬ হাজার টাকা জরিমানা
রণবীর ঘোষ কিংকর।
Published : Tuesday, 6 July, 2021 at 8:09 PM
চান্দিনায় ১০৯ মামলায় ২ লক্ষ ৩৬ হাজার টাকা জরিমানা
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত  গোটা দেশ। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ১ জুলাই থেকে সারা দেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণার পর মঙ্গলবার আরও এক সপ্তাহ বৃদ্ধি করে। এমন পরিস্থিতিতেও কুমিল্লার চান্দিনায় মাদ্রাসা, কিন্ডারগার্টেন, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে এক শ্রেণীর মানুষ। 
পরিস্থিতি নিয়ন্ত্রণে চান্দিনায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি উপজেলার জুড়ে অভিযান চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম এর নেতৃত্বাধীন পৃথক ২টি টিম। 
গত ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত চান্দিনায় ভ্রাম্যমান আদালতের ২টি টিম অভিযান চালিয়ে  বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০৯টি মামলা করেন। ওই মামলায় ২ লক্ষ ৩৬ হাজার ১শ টাকা জরিমানা আদায় করেন। 
১ জুলাই ১৭টি মামলায় ৫ হাজার ৮শ, ২ জুলাই ২৫টি মামলায় ১৮হাজার, ৩ জুলাই ১৮টি মামলায় ৫৬ হাজার ৫শ, ৪ জুলাই ২৭টি মামলায় ১ লক্ষ ৩২ হাজার ৫শ, ৫ জুলাই ১২ মামলায় ১৭ হাজার ৭শ ও ৬ জুলাই ১০টি মামলায় ৫ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়। 
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার জানান- কিছু সংখ্যাক মানুষের মধ্যে এখনও সচেতনতা সৃষ্টি হয়নি। আবার কিছু স্বার্থান্বেষী মানুষ ব্যক্তি স্বার্থে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে। তাদের বিরুদ্ধ আমাদের অভিযান চলছে। শতভাগ ‘কঠোর লকডাউন’ বাস্তবায়ন করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।