গতবছর দুর্নীতির প্রস্তাব পেয়েও গোপন রাখার পর অবশেষে ক্ষমা চাইলেন পাকিস্তান ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল। সেই ঘটনায় ১২ মাসের জন্য নিষিদ্ধ ছিলেন উমর।
২০২০ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ঠিক আগে দিয়ে, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি গোপন রেখে দিয়েছিলেন ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান। যে কারণে তাকে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবার পিসিবি কর্তৃক প্রকাশিত এক ভিডিওবার্তায় উমর বলেছেন, ‘১৭ মাস আগে আমি একটা ভুল করেছি। যেটা আমার খেলা ও ক্যারিয়ারে অনেক ক্ষতি করে দিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘এ সময়টায় আমি অনেক কিছু শিখেছি এবং বুঝতে পেরেছি। আমার কারণে পাকিস্তান ক্রিকেটের বদনাম হয়েছে। আমি পিসিবি ও বিশ্বের সকল ক্রিকেট ভক্তের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।’
নিষিদ্ধ থাকা সময়টা খুব কঠিন ছিল জানিয়ে তিনি বলেন, ‘কয়েকজন ব্যক্তি আমার কাছে এসেছিল কুপ্রস্তাব নিয়ে। আমি এন্টি করাপশন ইউনিটকে সেটা জানাতে পারিনি। যে কারণে আমাকে ১২ মাস নিষিদ্ধ থাকতে হয়েছে।’
ভিডিওবার্তায় উমর আরও বলেন, ‘একজন ক্রিকেটার হয়েও আমি ক্রিকেট খেলতে পারিনি। এ সময়টা আমাকে অনেক শিক্ষা দিয়েছে। আজকে আমি সবার সামনে স্বীকার করে নিচ্ছি যে, আমার কারণে পাকিস্তান ক্রিকেটের অনেক ক্ষতি হয়েছে।’