ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুষ্টিয়ার এক হাসপাতালে একদিনে ১৭ রোগীর মৃত্যু
Published : Thursday, 8 July, 2021 at 12:15 PM
কুষ্টিয়ার এক হাসপাতালে একদিনে ১৭ রোগীর মৃত্যুকুষ্টিয়া জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৭ জন রোগী মারা গেছেন। এরমধ্যে ১০ জন করোনা পজিটিভ এবং সাত জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এরআগে, বুধবার (৭ জুলাই) হাসপাতালে ১১ রোগীর মৃত্যু হয়। 

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। 

সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ২২ শতাংশ। এখন পর্যন্ত জেলায় ৬৮ হাজার ৮৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৯ হাজার ৬৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৮৬ জন, সুস্থ হয়েছেন ছয় হাজার ১৫৭ জন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ২২১ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬৫ জন ও হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৯৫৬ জন।