করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরায় করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৯৪ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৫ জন।
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনার উপসর্গে মৃত সেই ১০ জন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামের মালা খাতুন (৫৫), নিউমার্কেট এলাকার লাইলি (৬০), পুরাতন সাতক্ষীরার রমেছা খাতুন (৭৫), পলাশপোল গ্রামের ফিরোজা বেগম (৭৫), তালা উপজেলার মাঝিড়া গ্রামের মিনা (১৭) আশাশুনি উপজেলার মানিষাডাঙ্গা গ্রামের নমিতা সরকার (৬৫), কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মাফুজা বেগম (৬৫), দুধলী গ্রামের আনসার আলী (৬৪) ও বসন্তপুর গ্রামের মোস্তাফিজুর (৬০) যশোর জেলার কেশবপুর থানার আলতাপোল গ্রামের অনিল দাশ (৭০)।
তারা বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভোগার পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের অফিস সহকারী কাম ডাটাএন্টি অপারেটর মোঃ শহিদ আনোয়ার।
গত ২৪ ঘণ্টায় ২৮৩ জনের নমুনা পরিক্ষায় নতুন করে ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২৭ দশমিক ২০ শতাংশ। এ নিয়ে জেলায় বৃহস্পতিবার (৮ জুলাই) পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪৬ জন। বর্তমানে জেলায় ১ হাজার ১৪০ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ২৫৫ জন চিকিৎসাধীন রয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিক ও বাসাবাড়িতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সাতক্ষীরায় ঢিলেঢালা ভাবে লকডাউন পালিত হচ্ছে। মানুষ কারণে অকারণে ঘর থেকে বাইরে বের হচ্ছেন। কোনও ভাবেই স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ মানছে না সাধারণ মানুষ। রাস্তাঘাটে আইনশৃংখা বাহিনীর নজরদারিও আগের তুলনায় কম লক্ষ্য করা যাচ্ছে।