সাধারণত দুয়ের বেশি দল নিয়ে খেলার আয়োজন করা হলে সেটিকে টুর্নামেন্ট বা লিগ হিসেবে ধরা হয়। সেই মোতাবেক গত বছর ৫ দল নিয়ে আয়োজন করা হয়েছিল লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম আসর।
চলতি মাসের শেষদিকে শুরু হওয়ার কথা এই লিগের দ্বিতীয় আসর। কিন্তু তার আগে কমতে কমতে এখন এলপিএলে বাকি রয়েছে মাত্র দুইটি দল। একে একে বাতিল করা হয়েছে তিনটি দলের চুক্তি।
গত মাসের শেষ দিকে কলম্বো কিংস ও ডাম্বুলা ভাইকিংসের চুক্তি বাতিল করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও এলপিএলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান দুবাইয়ের ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ এফজিই।
আর এবার তৃতীয় দল হিসেবে এলপিএলের দ্বিতীয় আসর থেকে বাদ দেয়া হলো প্রথম আসরের চ্যাম্পিয়ন দল জাফনা স্ট্যালিয়নকে। ফলে এখন লিগে বাকি রইল শুধু গল গ্ল্যাডিয়েটরস ও ক্যান্ডি তাস্কার্স।
জাফনাকে বাদ দেয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে তৃতীয় আরেক দলের কথা। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সেই তৃতীয় দলটি প্রথম আসরের চ্যাম্পিয়নরাই।
বাদ দেয়া তিনদলের বিপক্ষেই চুক্তির শর্ত অমান্যের অভিযোগ এনেছেন আয়োজকরা। তারা জানিয়েছে, এরই মধ্যে নতুন ৮টি পার্টি এলপিএলে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তাদের বিস্তারিত জমা দেয়া হয়েছে আইসিসির কাছে।