রোববার সকালে ফুটবল বিশ্বের অন্যতম জমজমাট লড়াইয়ে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। এ লড়াইয়ের মাত্রা আরও বেড়ে যাচ্ছে, ম্যাচটি কোপা আমেরিকার ফাইনাল বলে।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ শিরোপা নির্ধারণী ফাইনালের লড়াইয়ে চাই নিখুঁত রেফারিং। আর সেই দায়িত্ব এবার দেয়া হয়েছে উরুগুয়ের ৩৯ বছর বয়সী এস্তেবান ওস্তোজিচের কাঁধে। যিনি টুর্নামেন্টের প্রথম ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছিলেন।
কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবল জানিয়েছে এ খবর। এস্তেবানের পাশাপাশি লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কার্লোস বারেইরো এবং মার্টিন সোপি। আর ভিডিও এসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকছেন আন্দ্রেস কুনহা।
২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকাভুক্ত হয়েছেন এস্তেবান। সাধারণত পকেট থেকে কার্ড বের করতে একদমই কার্পণ্য করেন না তিনি। পুরো ম্যাচ জুড়েই খেলোয়াড়দের সঙ্গে অনেক কথা বলে থাকেন এ উরুগুইয়ান রেফারি।
চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন এস্তেবান। প্রথমটি ছিল আসরের উদ্বোধনী ম্যাচ। যেখানে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল।
এরপর একই গ্রুপের পেরু-কলম্বিয়া ম্যাচের দায়িত্বে ছিলেন এস্তেবান। সেই ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারায় পেরু। আর সবশেষ পেরু ও প্যারাগুয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনালের দায়িত্বে ছিলেন তিনি।
শ্বাসরুদ্ধকর সেই ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জিতে নেয় পেরু। সেদিন প্যারাগুয়ের খেলোয়াড় গুস্তাভো গোমেজকে লাল কার্ড দেখিয়েছিলেন এস্তেবান।