দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের প্রথম দিনেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশ পথ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার ফেরিতে বেড়েছে ব্যক্তিগত যানবাহন ও যাত্রীর সংখ্যা।
ঘাটে আসা এসব যাত্রীরা বিকল্প উপায়ে অটোরিকশা, মোটরসাইকেল ও সিএনজিতে করে মহাসড়কে পুলিশের চেকপোস্টগুলোকে উপেক্ষা করেই ঘাটে আসছে এবং ফেরি পারাপার হচ্ছে।
তবে চেকপোস্টগুলোতে থাকা পুলিশ সদস্যদের সাথে কথা বলে জানা যায়, একান্ত জরুরি প্রয়োজনীয় যানবাহনগুলোকে তারা ঘাটে ঢুকতে দিচ্ছেন। আর বাকি যানবাহনগুলোকে ট্রাফিক পুলিশের সহায়তায় মামলা দেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, বর্তমানে ৯টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় কিছু পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান রয়েছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শাফায়েত আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ব্যক্তিগত গাড়ির চাপ কিছুটা বেড়েছে। এছাড়া পায়ে হেঁটেও মানুষজন ঘাটে এসে ফেরি পারাপার হচ্ছে।